ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের কাছে বজ্রপাতের ঘটনায় আহত ১২ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান।
শনিবার দুপুরে উপজেলার মৌডুবি ইউনিয়নে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার বিষয়ে অবগত হন এবং আহত শিক্ষার্থীদের সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর ও মৌডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরাসেল। উল্লেখ্য গত বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়।
এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক