ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।
ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি কোন জায়গা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল এবং এতে কি ছিল তা জানতে পারিনি। তবে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়াা লাইটারেজ জাহাজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক