ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
এর আগে খুলনা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে। সেই ম্যাচের পর শ্বশুর অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তাঁর শ্বশুর মারা যান।
লিগ পর্বে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তবে কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে খুলনার জয়ে ভালো খেলিছেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের অনুপস্থিতি দলের জন্য কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল
চট্টগ্রাম ফাইনালে ওঠে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে।
এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জয় পায় দুটিতে, অন্যটিতে খুলনা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক