বঙ্গবন্ধু উদ্যানে বরিশালে বিএনপির গণসমাবেশ নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির বিভাগীয় গণসমাবেশ ৫ নভেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) হওয়ার কথা। বিষয়টি অবহিত করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে লিখিতভাবে জানিয়েছে মহানগর বিএনপি। তবে বঙ্গবন্ধু উদ্যান ব্যবহার করতে পারবে কি না তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

 

 

জেলা প্রশাসন থেকে অনুমতি দেওয়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ওদিকে শনিবার (২৯ অক্টোবর) রাত থেকে বঙ্গবন্ধু উদ্যানে বালু ফেলতে দেখা গেছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৭ নভেম্বর সরকারি কর্মসূচি থাকায় বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া যাচ্ছে না।

 

 

তবে বিএনপির নেতৃবৃন্দ বলছেন, বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্তে অনড় তারা।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ জানিয়েছেন, ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। উদ্যান ব্যবহারের বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ৭ তারিখ তাদের সরকারি কর্মসূচি রয়েছে। আমরা বলেছি সমস্যা কী তাতে। আমরা তো ৫ তারিখ করব।

 

 

তিনি বলেন, আমরা বেলস পার্কে সমাবেশ করার জন্য অনুমতি চাইনি। আমরা ওই মাঠে সমাবেশ করছি সেটা জানানোর জন্য চিঠি দিয়েছি। আর চিঠিতে শুধুমাত্র বেলস পার্কের কথাই উল্লেখ করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, আমরা চিঠি দিয়েছি বেশ কয়েক দিন হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে তারা বলছে বেলস পার্কে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলস পার্কেই ৫ নভেম্বর গণসমাবেশ করার সিদ্ধান্ত।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

তবে প্রশাসন কি করবে আমরা তা দেখছি। তারা যদি উদ্যানের বদলে অন্য কোনো স্থান নির্ধারণ করে দেন, সেখানকার বিষয়ে নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

 

 

মেট্রোপলিটন পুলিশ আমাদের জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশ করলে সহায়তা করবে। বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেবে। বিএনপি গত সকল সমাবেশ শান্তিপূর্ণভাবেই করেছে। এটা প্রশাসন জানে। তবে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাচ্ছে বা পাচ্ছে না সে বিষয়ে জেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ