ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলায় জামায়াত নেতা আ. ন. ম. শামসুল ইসলামসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আসামিরা। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মো. শফিকুল আলম ও নিজাম উদ্দিন।
পিপি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী জানান, সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় আ ন ম শামসুল ইসলামসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তিনি আরো জানান, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তারা। এ সময় রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক