ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে চাকরীচ্যুত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
২০১৮ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে নিবন্ধ লেখেন মোর্শেদ হাসান। সেখানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি লেখেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা পরিবার নিয়ে পালিয়ে যান।
বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে কটূক্তি ও ইতিহাস বিকৃতির কারণে তাকে তখনই সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়। কিন্তু স্থায়ীভাবে চাকরীচ্যুত করার দাবি জানিয়ে আসছিলো বিভিন্ন সংগঠন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক