ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
মহামারি করোনা ভাইরাসের কারণে আবারো ছুটি বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের। চলমান এ ছুটি বাড়ানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে কওমি মাদ্রাসা গুলো এ ছুটির আওতায় থাকবে না।
এ তথ্যটি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতাভুক্ত নয়।
শিক্ষা উপমন্ত্রী বলেন, পরিস্থিতি নিরাপদ না হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিরাপদ হলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে।
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস চীন থেকে প্রথম উৎপত্তি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের আক্রমণ বাংলাদেশেও শুরু হয় ৮ মার্চ থেকে যার প্রেক্ষিতেগত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি বার বার বাড়ানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক