ঢাকা ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বছরের অক্টোবর মাসে আইসিইউতে নেয়া হয়েছিল। এরপর কিছুটা সুস্থ হয়ে দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। তবে তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আইসিউইতে নেয়া হয়েছে।
মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় তাকে আইসিউইতে নেয়া হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার ডাক্তার দেখবেন, এরপর সিদ্ধান্ত নেয়া হবে আইসিইউতে থাকবেন নাকি বেডে শিফট করবেন।
উল্লেখ্য, মোশাররফ রুবেলের ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়ে। চিকিৎসা নিয়ে সেরে উঠলেও রুবেলের মস্তিষ্কে নতুন করে টিউমার ধরা পড়ে। শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। এর পর সিঙ্গাপুরেও চিকিৎসা করান। ভালো না হওয়ায় গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের একটি হাসপাতালে আবারো অস্ত্রোপচারের মাধ্যমে রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। এতেও খুব একটা উন্নতি হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক