ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করার পরই এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্ক্ষাজনক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫), এবং চাঁদ আলী (৩৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেলোয়ার হোসেন জানান, কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। তখন সেখানে খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিলের সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকরা আবারও সংগঠিত হয়ে ওই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে আর্জেন্টিনার সমর্থকরা নাচানাচি শুরু করে। নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এখনো এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক