‘প্রেমের বিরোধে’ পিরোজপুরে দুই ছাত্রলীগ কর্মীকে হাতুড়িপেটা

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

‘প্রেমের বিরোধে’ পিরোজপুরে দুই ছাত্রলীগ কর্মীকে হাতুড়িপেটা
নিউজটি শেয়ার করুন

 

‘প্রেম’ সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের দুই কর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে সভাপতির এক অনুসারীর বিরুদ্ধে। বুধবার (১১ জানুয়ারী) রাতে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

 

 

পরে ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিকসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আহত ছাত্রলীগ কর্মী অনিক শেখের ভাই এলিন শেখ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক।

 

 

হামলার শিকার অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখ এর ছেলে এবং অন্যজন অনিকের বন্ধু অয়ন মজুমদার (২৩) একই গ্রামের অসীম মজুমদারের ছেলে।

 

 

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ফোনে তাকে ডেকে বলেশ্বর ব্রিজের ওপারে নিয়ে যায়। এ সময় তার সাথে বন্ধু অয়ন ছিল। অনিরুজ্জামান অনিকের সাথে কথা বলে ফেরার সময় তা‍ঁর সাথে থাকা অনিরুজ্জামানের অনুসারী নিরব তাকে হাতুরী দিয়ে এলোপাতারিভাবে পিটাতে শুরু করে। এ সময় অয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অনিক শেখ এর দাবি প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, আহত

 

 

 

অবস্থায় অনিক নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় এবং পায়ে আঘাত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া করা হচ্ছে।

 

 

 

ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের দাবি প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ঘেরের সামনে অনিক ও নিরব নামে দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে সে ভূক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নাই বলেও দাবি অনিরুজ্জামান অনিকের।

 

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ