ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: চট্টগ্রামের দুই তরুণী। মোবাইল ফোনে অজ্ঞাত যুবকের সঙ্গে প্রেম। আর এই প্রেমের টানে ছুটে আসে গাইবান্ধায়। অপেক্ষা করছিলো সেই প্রেমিকে জন্য। এরই মধ্যে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর খবর দেওয়া হয় থানায়। অবশেষ ওই তরুণীদের উদ্ধার করে নেওয়া পুলিশ হেফাজতে।
বুধবার (১৮ জানুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ের মায়ামনি হোটেলের সামনে থেকে তরুণীদের উদ্ধার করে পুলিশ। তরুণীরা উভয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, আজ বিকালের দিকে ওইস্থানে দীর্ঘক্ষণ অপেক্ষারত থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত লোকজন ভিড় করে এবং এখানে আসার কারণ জানতে চায়।
এসময় তরুণীরা জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজ এলাকায় কোচিং করে গাড়িতে চড়ে গোবিন্দগঞ্জে আসে। এখানে আসার পর পরিচিত অন্য এক বাসায় ওঠে। সেখান থেকে আজ দুপুরে মায়ামানির সামনে এসে তারা নাম না জানা যুবকের জন্য অপেক্ষা করতে থাকে। এখানকার অপরিচিত এক যুবকের সঙ্গে মোবাইল ফোনের প্রেমের টানে এসেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, তরুণীদের তথ্যমতে গত একমাস যাবৎ মোবাইল ফোনে অজ্ঞাত কোন যুবকদের সাথে সম্পর্কের টানে তারা গোবিন্দগঞ্জে আসে। দুই দুই তরুণী থানা হেফাজতে রয়েছে। এ নিয়ে তাদের অভিভাবকদের নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক