ঢাকা ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর সদর-নেছারাবাদ) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের মা মিসেস মাজেদা বেগমের মৃত্যুতে পিরোজপুর জেলা বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টোম্বর) জুমার নামাজ বাদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া একই দিন জুমার নামাজ বাদ জেলার নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
পিরোজপুর জেলা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন খান, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার মতিউর রহমান সর্দার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌর কমিশনার মো. জাহিদুল ইসলাম পিরুসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য গত সোমবার (২১ সেপ্টোম্বর) রাত পৌনে ১২টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মন্ত্রীর মা মাজেদা বেগমে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক