প্রধানমন্ত্রীর এ অঙ্গিকার বাস্তনায়নে সরকার দৃঢ়ভাবে কাজ শুরু করে এবং টিম ওয়ার্কের মাধ্যমে সারা দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের (২য় ধাপ) উদ্বোধন করবেন। এ মানবিক কার্যক্রের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২১ জুলাই পটুয়াখালী জেলায় ৫১৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ আধা-পাকা ঘর প্রদান করবেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান।
এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ৪৩ জন, দুমকি উপজেলায় ৪৪ জন, মির্জাগঞ্জে ৮৭ জন, বাউফলে ১০৯ জন, গলাচিপায় ১৪০ জন, কলাপাড়ায় ৬৬ জন ও রাঙ্গাবালী উপজেলায় ২৮ জন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। ইতিপূর্বে জেলায় ১ম, ২য় ও ৩য় (১ম) পর্যায়ে মোট ৬,৫৯০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে বলেও জেলা প্রশাসক সাংবাদিকদের জানান।
ইতিমধ্যে জেলার দশমিনা উপজেলায় ২৬০পরিবারকে জমিসহ ঘর প্রদান করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হিসেবে স্থানীয় প্রশাসন ঘোষনা করেছেন। প্রধানমন্ত্রী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে দশমিনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন বলেও প্রেস ব্রিফং এ জেলা প্রশাসক উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ আসাদুজ্জামান, সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।