প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হলো তরুণ ওপেনার মুনিম শাহরিয়ারের।

 

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টানা ৮ ম্যাচে জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ।

 

গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো ফরচুন বরিশালের ব্যাটার মুনিমের অভিষেক অনেকটা নিশ্চিত ছিল। হয়েছেও তাই। নিয়মিত ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা অবসরে থাকায় লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।

 

এদিকে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ উইকেটররক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের। তার বদলে দলে ঢুকেছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। তবে প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

 

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, দারউইস রাসুলি, করিম জানাত, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান এবং কাইস আহমেদ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ