ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সাড়ে ৪শ পিস ইয়াবাসহ আয়শা বেগম (৪০) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক নারী ও মো. বাবুল হাওলাদার (৪২) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আয়শা বেগম উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। তার বাবার বাড়ি কক্সবাজার জেলার মহেষখালী উপজেলায়। তিনি ওই উপজেলার আবু তাহেরের মেয়ে। বাবুল উপজেলার নদমুল্লা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার রাতে গাঁজা বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালানো হয়। মাদকবিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও বাবুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধাওয়া এক নম্বর ওয়ার্ড থেকে নারী মাদকবিক্রেতা আয়শা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৪শ পিস ইয়াবা জব্দ করা হয়। ওই নারী মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক