ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
পিরোজপুর: পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারায় নির্মাণাধীন ‘অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’র প্রধান টেকনিশিয়ান লাওফা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
লাওফার সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, অফিস থেকে বেতন তুলে সাইকেলে কর্মস্থলে ফিরছিলেন লাওফা। পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন সহকর্মীরা।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে চীনা নাগরিকের ব্যবহৃত সাইকেল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, নিহত চীনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে যান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক