ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
পিরোজপুরে ৮টি গাঁজার গাছসহ পলাশ ফকির (২৮) নামের এক গাঁজা চাষীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে তাকে গ্রেফকতার করা হয়। তিনি জেলার সদর উপজেলার ডুমুরিয়া গ্রামের ছোবাহান ফকিরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকালে গাঁজা চাষী পলাশ ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সে তার বাড়ির পিছনে চাষ করা গাঁজা বাগানের পরিচর্যার কাজে ব্যস্ত ছিল। তার বাগানে অভিযান চালিয়ে ৮টি বড় আকৃতির গাঁজার পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত পলাশ নিয়মিত মাদক ব্যবসায়ী এবং সম্প্রতি সে গাঁজার চাষ শুরু করে।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক