পিপিই পরে পরীক্ষায় দিলেন করোনায় আক্রান্ত শিক্ষার্থী

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

পিপিই পরে পরীক্ষায় দিলেন করোনায় আক্রান্ত শিক্ষার্থী
নিউজটি শেয়ার করুন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শিক্ষার্থী অংশ নিয়েছেন প্রাথমিক ডিপ্লোমা শিক্ষার চূড়ান্ত পরীক্ষায়। ৩১ আগস্ট, সোমবার ভারতের রাজেস্থানের দাউসার রামকরণ জোশী মাধ্যমিক বিদ্যালয়ের করোনায় আক্রান্ত ওই নারী শিক্ষার্থী একাই পরীক্ষা দেয়।

 

ওই শিক্ষার্থী দাউসা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জেলা প্রশাসকের কাছে পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন। অনুমতি পাওয়ার পর পরীক্ষা কেন্দ্রে পৃথকভাবে একটি রুমে তার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

 

ওই রুমে পরীক্ষা চলাকালে একজন পরিদর্শক নিয়োগ করা হয়। এ সময় তিনি সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করেছিলেন।

 

ওই শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিল বলে জানায় জেলার শিক্ষা কর্মকর্তা ঘনশ্যাম মীনা।

 

এ বিষয়ে ঘনশ্যাম মীনা বলেন, ওই শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি চেয়ে করা আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে প্রশাসন।’

 

তিনি আরো বলেন, ‘তার পরীক্ষা আয়োজনের জন্য আমিসহ জেলা প্রশাসক, এডিএম ও সিএমএইচও বৈঠক করেছি। তার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয় এবং পরীক্ষাকালে পরার জন্য তাকে পিপিই’ও প্রদান করা হয়। মেডিকেল টিম তাকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে নিয়ে যায়। পানিসহ সকল সুবিধা ওই রুমে নিশ্চিত করা হয়। এমনকি শারীরিক দূরত্বর মতো নিয়মগুলোও পালন করা হয়।’

 

এই শিক্ষা কর্মকর্তা আরো বলেন, ‘ওই শিক্ষার্থী সেখানে তিন ঘণ্টা অবস্থান করে এবং পরীক্ষা শেষ করে। এরপর তার পরীক্ষার খাতা স্যানিটাইজ করা হয় এবং শুকনো একটি প্যাকেটে ঢুকানোর পর তা আবারো স্যানিটাইজ করা হয়। এই পরীক্ষা চলা পর্যন্ত আটজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। আর পরীক্ষা শেষ হওয়া মাত্রই মেডিকেল টিম তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ