ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটে চলাচল করা পারাবত-১১ লঞ্চ থেকে সোমবার সকালে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার রাতে লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় এবং সোমবার ভোরে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ সালোয়ার কামিজ পরিহিত ওই নারীর লাশ উদ্ধার করে।
কেবিনটি একজন পুরুষের নামে নেয়া ছিল। আর টিকিটে দেয়া তথ্যানুযায়ী মোবাইল নম্বরে ফোন দেয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, কেবিনের দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সাথে আরও কেউ ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। তারা ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক