পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির কোরাল মাছ

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

নিউজটি শেয়ার করুন

 

 

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কোরাল মাছ। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে কুদ্দুস ঘরামীর জালে মাছটি ধরা পড়ে।

 

 

জেলে কুদ্দুস ঘরামী বলেন, পায়রা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মতো সোমবার সকালে নদীতে জাল ফেলেছি। দুপুরে জাল তুলতে গিয়ে জালে কোরাল মাছটি পাই। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম এর কাছে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

 

 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ পায়রা নদীতে ধরা পড়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ