পাবনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

পাবনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
নিউজটি শেয়ার করুন

 

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।

 

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে একই পরিবারের চারজন চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ