ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
বরগুনার পাথরঘাটায় মো.মাসুদ রানা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নিখোঁজ রয়েছে।
পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডেও মানিক মিয়ার ছেলে মাসুদ রানা। শুক্রবার (২৯ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বাবা মানিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
নিখোঁজের বাবা মানিক মিয়া নিজে মুক্তিপণে টাকা দাবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাথরঘাটা পৌরসভা ১ নং ওয়ার্ডের গোরস্থান হাফেজিয়া মাদ্রাসায় আমার ছেলে ছিলো। হঠাৎ মাদ্রসার শিক্ষকের মাধ্যমে খবর জানায় যে, ছেলে মো.মাসুদ রানা বাড়ীতে আসছে কিনা। আমি তাকে জানাই যে মাদ্রাসা থেকে ছেলে বাড়ীতে আসেনি।
এরপর থেকে খোঁজাখুঁজি করি কিন্তু কোন খোঁজ না পাওয়ায় শুক্রবার (২৯ ডিসেম্বর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নম্বর ১২৯০।
তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ০৯৬৩৮১১১৫০১ নাম্বার থেকে অজ্ঞাতনামা লোক আমার ব্যক্তিগত ০১৮২৪২৬৯৩৭৭ মোবাইল নাম্বারে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাসুম রানার মা লাকি বেগম পাথরঘাটা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করেছেন। আমাদের অনুসন্ধান চলছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক