ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
বরগুনা : বরগুনার পাথরঘাটা থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টটগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ফাহিম।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জ্বীনতলা খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
দক্ষিণ স্টেশন পাথরঘাটা কমান্ডার লেফটেনেন্ট ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিনতলা এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় জেলা খালের গোড়া থেকে তিনটি হরিণের চামড়া ও ১ টি মাথা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক