ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় আগুন লেগে অন্তত ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল বলেন, বিকেল ৩টার দিকে হঠাৎ চরদুয়ানী বাজারে আগুন লাগে।
তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও মুদি, কাপড়, মোবাইল, কসমেটিকসহ ২৫টি দোকান পুড়ে যায়। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক