পাটগ্রাম বন্যা ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

পাটগ্রাম বন্যা ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ
নিউজটি শেয়ার করুন

 

সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধি:: উজানের ঢল ও বর্ষণে লালমনিরহাটের তিস্তা নদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

 

 

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২ টা পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামে ৪.৮ নং ওয়ার্ড বানভাসী মানুষদের খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।

 

 

 

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- মুড়ি, চিড়া গুড় ১০০ পরিবারের মাঝে মোট ১০০ টি প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে চলমান বন্যায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান পরিস্থিতি মোকাবেলায় ১১০মেট্রিক টন চাউল ও নদগ ৫ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ের কাজ করেছে উপজেলা প্রশাসন।

 

 

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন আমরা বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০০ টি শুকনো খাবারের প্যাকেট ১০০ টি পরিবারের কাছে পৌঁছে দিলাম।

 

 

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার রায় নন্দী বলেন, পাটগ্রাম উপজেলায় ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। আরও বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারের তালিকা করে বিতরণ করা হবে।

 

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নুরুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা প্রশাসন থেকে বানভাসীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে তালিকা করে বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হবে। প্রয়োজনে আরও পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ