ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
পাকিস্তানে একটি লাশবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের মিনিমার্গ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন: পাইলট মেজর এম হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।
জানা গেছে, সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ওই হেলিকপ্টার করে আব্দুল কাদের নামের একজনের মরদেহ আনা হচ্ছিল। হেলিকপ্টারটি দেশটির গিলগিট বালটিস্তান পার্বত্য এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আর এতেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক