ঢাকা ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
রাজশাহী নগরীতে পদ্মায় নৌকাডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উপকণ্ঠ হারুপুর নবগঙ্গা এলাকার এ দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে।
নিখোঁজ দুজনের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা। অন্যজন অষ্টম শ্রেণি পড়ুয়া রিমন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ দুইজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক