ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
পটুয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ আগস্ট) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি হলেন— কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে মোসলেম আলী খলিফা (৬৬)।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা মূলে খলিফা পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার চিকিৎসা ও ওষুধ চলমান ছিল।
এদিকে সোমবার (৭ আগস্ট) বিকেলে খলিফা হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ জসীম জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালে খলিফা মারা যান। ইতোমধ্যে মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক