পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র তিন কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

 

 

রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি ও চর চান্দুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

 

বজ্রপাতে মৃত গরু চারটির মধ্যে চর চান্দুপাড়া গ্রামের দরিদ্র বর্গাচাষি মো. সোহেলের দুইটি, একই গ্রামের মো. সজীব হাওলাদারের একটি ও পার্শ্ববর্তী দশকানি গ্রামের শাহাজুল সরদারের একটি।

 

 

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের গরু মারা গেছে তারা সবাই দরিদ্র কৃষক। তাদের সবাইকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হবে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ফসলের মাঠে কোনো আবাদ না থাকায় সবাই মাঠে গরু চড়ান। প্রতিদিনের মতো রোববারও গ্রামের পাশের মাঠে সবাই গরু চড়াচ্ছিলেন। সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি বন্ধ হওয়ার পর গ্রামের লোকজন মাঠে গরুগুলোকে মৃত দেখতে পান।

 

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে অসহায় কৃষকদের সরকারি সহায়তা প্রদান করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ