ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
পটুয়াখালী : বঙ্গোপসাগর মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কুয়াকাটার কাউয়ার চর গ্রাম সংলগ্ন ৫/৬ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হয়। নিহত সুবজ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসর ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
ট্রলার মালিক বেল্লাল জানান, সোমবার সন্ধ্যায় সাত জেলেসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। মঙ্গলবার সকালের দিকে হঠাৎ বজ্রপাতে জেলে সবুজ নিহত। আহত জেলেদের উদ্ধার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক