ঢাকা ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
পটুয়াখালী : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। তার নাম দেবজ্যোতি বসাক পার্থ। তার মৃত্যুর কারণ জানা যায়নি। শনিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় আত্মহননের পথ বেছে নেন পার্থ।
বিষয়টি নিশ্চিত করে পার্থর বন্ধু বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী শুভ জানান, আজ ভোর ৫টার দিকে পার্থ তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে তার পরিবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি জানান, পরে পার্থর লাশ মর্গে রাখা হয় এবং তার পাশেই শ্মশান। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। পার্থ তার পরিবার নিয়ে পটুয়াখালী শহরেই থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, ‘পার্থর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত। আমাদের সুযোগ হয়নি পার্থর এই আবেগী সিদ্ধান্ত বদলে দেয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির।’
এ সময় পার্থর শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক