পটুয়াখালীতে ধ’র্ষনের অভিযোগে কিশোর আটক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

পটুয়াখালীতে ধ’র্ষনের অভিযোগে কিশোর আটক
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে এক কিশোর আটক হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

 

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোর তার পূর্ব পরিচিত। গত বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে রওয়ানা দেয়ে। পথে ওই কিশোরের সঙ্গে দেখা হলে তাকে জোর পূর্বক একটি ব্রিকফিল্ডে নিয়ে শ্লীলতাহানী করে।

 

 

পরে শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। আটককৃত ওই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ