পটুয়াখালীতে দুই যুবককে ন্যাড়া করে আলকাতরা দিলেন ইউপি সদস্য

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

পটুয়াখালীতে দুই যুবককে ন্যাড়া করে আলকাতরা দিলেন ইউপি সদস্য
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম গাজীর বিরুদ্ধে দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের সুইজগেট বাজারে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। বিষয়টি বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানান।

 

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, বিষয়টি শুনেছি। বিয়ে বাড়িতে মেয়েদের সঙ্গে কথা বলার অভিযোগে ওই দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন ইউপি সদস্য সায়েম গাজী। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে তুহিন(২০) ও কালু(২২) নামের দুই যুবক ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার একটি বিয়ে বাড়িতে যায়। এসময় মেয়েদের সঙ্গে কথা বলায় ওই দুই যুবককে স্থানীয়রাসহ ওই ওয়ার্ডের ইউপি সদস্য সায়েম গাজী তাদের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ