ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা ট্রাককে সামনে থেকে এক অটোরিকশা ধাক্কা দেওয়াতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বার) রাত আনুমানিক ৯টার সময় আমখোলা বাজার সংলগ্ন কোডেক অফিসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম আলতাফ সিকদার। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আলতাফ সিকদার ছিটকে পড়ে যান। এ সময় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং বাকি ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শোনিত কুমার গায়েন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেই কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক