পটুয়াখালীতে তক্ষকসহ পাঁচারকারী চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে অভিযান চালিয়ে বন্যপ্রাণী ‘তক্ষক’ পাঁচারকারী চক্রের সদস্য মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব- ৮। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি তক্ষক প্রাণী।

 

শনিবার রাতে র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘তক্ষক’ প্রাণী নিয়ে দেশে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে উঠেছে। ক্যান্সারের ওষুধ তৈরীতে এ প্রাণীটি ব্যবহৃত হয় এবং প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে এমন গুজব ছড়িয়ে ‘তক্ষক’ ক্রয়-বিক্রয়ের ফাঁদে পা দিচ্ছে কিছু মানুষ। একটি তক্ষকের দাম হাকানো হয় ৫০ লাখ টাকা পর্যন্ত।

 

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া রাসেলও এ প্রতারক চক্রের সদস্য। তিনি অত্যন্ত সু-কৌশলে উচ্চমূল্যে তক্ষক দেশের বিভিন্ন স্থানে পাঁচার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে গলাচিপা থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর (খ) ধায়ায় মামলা দায়ের করার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ