ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে তৌহিদুল ইসলাম (৪৫) নামের এক পুলিশ কনেস্টবল ট্রাকের চাপায় গুরুতর আহত হয়েছেন। তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক তরিকুলকে (৩৫) আটক করা হয়েছে। তরিকুলের বাড়ি ঢাকার ঘাটাইল উপজেলার বীরচারি গ্রামে। ট্রাকটি কালাইয়া বন্দর থেকে মালপরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, ওই পুলিশ কনেস্টবলের বাম হাতের অবস্থা খুবই খারাপ। তার হাতটি কনুইয়ের নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক