ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
সোমবার (১৭অক্টোবর) সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে জেলার ৮ টি উপজেলার ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টার সময় শেষ হয়।
নির্বাচনে ১০৮৩ ভোটের মধ্যে ৫৬৯ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হাফিজুর রহমান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত খলিলুর রহমান মোহন আনারস মার্কা নিয়ে ৫০৪ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।
এছাড়া জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত সদস্যরা হচ্ছেন ইঞ্জিনিয়ার জামাল হোসেন (পটুয়াখালী সদর), গাজী মিজান (দশমিনা), মাইনুল ইসলাম (গলাচিপা), সোহেল আহম্মেদ (মির্জাগঞ্জ), বাবু গাজী (দুমকি), ফিরোজ সিকদার (কলাপাড়া), মশিউর রহমান শিমুল (রাঙ্গাবালী)।
তবে ভোট গ্রহনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক