ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩
পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে তিন সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধূর নাম আয়শা আক্তার (২৫)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালখার ব্রিজ এলাকার মালেক পাহলানের মেয়ে এবং একই এলাকার হাবিব গাজীর ছেলে মোখলেসুর রহমানের স্ত্রী।
মৃত আয়েশা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের দেবর আরিফ হোসেন জানান, মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে আমার ভাই (মৃতের স্বামী মোখলেসুর রহমান) ভাবির (মৃত আয়শা) কাছে ভাত খেতে চায়। এরপর ভাবি ভাতের পাত্র থেকে ভাত নেওয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বিপ্লব আকন বলেন, এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা এলাকার মানুষ শোকাহত।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক