নড়াগাতীতে বিক্ষোভ মিছিলে পুলিশের ওপর হামলা

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

নড়াগাতীতে বিক্ষোভ মিছিলে পুলিশের ওপর হামলা
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার মহাজন বাজার এলাকায় ভারতে মহানবীকে নিয়ে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে নড়াগাতী থানা পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে।

 

১৩ জুন (সোমবার) বিকাল তিনটায় মহাজন বাজার জামে মসজিদের ইমাম মওলানা শফিকুল ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ পাগল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশাল একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক দিয়ে মহাজন বাজারে আসার পথে মোঃ তহিদ মোল্যা নামে এক ব্যক্তি লাঠি নিয়ে দাড়িয়ে থাকলে পুলিশ তাকে সরে জেতে বললে বলে এই মিছিল করলে কি হবে? অতঃপর পুলিশ তাকে তাড়িয়ে দিতে গেলে মোঃ পাগল নামে এক ব্যক্তি মিছিলে বাঁধা দেওয়ার দায় চাপিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করলে এস এই খাইরুল ইসলাম, এএসআই ওলিয়ার রহমান ও কনস্টবল মোহ সোহেল রানা গুরুতর আহত হয়। আহতদ পুলিশ সদস্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে যায়।

 

নড়াগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর একজনকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ