নড়াগাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

নড়াগাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, কালিয়া:: নড়াইলের নড়াগাতীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে থানার খাশিয়াল আদর্শ সম্মিলনী বিদ্যাপিঠ স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

নড়াগাতী থানা বিএনপির আহ্বায়ক খান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

 

 

 

আরো উপস্থিত ছিলেন জেলা ও সকল উপজেলার নেতাকর্মীসহ নড়াগাতী থানার সকল ইউনিয়ন থেকে আগত তৃনমূলের নেতাকর্মীরা। এ সময় সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশ স্থলে একত্রিত হয়।

 

 

 

হাজার হাজার লোকের সমাগমে সরকারের পদত্যাগ দাবী, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নানা মুখী সমালোচনা করেন বক্তারা এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিজয়ী করে অবহেলিত নড়াগাতী থানার উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ