ঢাকা ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইলঃ নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পলি বেগম (৩৫) নামে এক যুবতী নারী ডিভোর্সী স্বামী কর্তৃক ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
১১ জুন (শনিবার) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় পলি বেগম বাদী হয়ে মোঃ মাহফুদ শিকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পলি বেগম ওই গ্রামের মোঃ জামাল মোল্যার মেয়ে।
অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ৪ মাস আগে একই গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে বিবাদী মোঃ মাহফুজ শিকদার (৩৫) এর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে পলির ওপর শারীরিক ও মানষিকভাবে নির্যাতন চালালে বিবাহের দুই মাস পরে মাহফুজকে ডিভোর্স দেয়। অতঃপর মাহফুজ তাকে বিভিন্ন্ সময় পুনরায় তার সাথে ঘর না করলে প্রান নাশের হুমকি দিলে নিজের নিরাপত্তার জন্য নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন বলে জানা যায়।
ঘটনার দিন রাতে পলি বেগম বাগুডাঙ্গা বাজারে তার কর্মস্থল তানিশা টেইলার্স থেকে বাড়ী ফেরার পথে মাহফুজ তার পথরোধ করে হত্যা করার উদ্যেশ্যে এলাপাতারি কুপিয়ে মুখে ও হাতে মারাত্ম জখম করে পলিকে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে মাহফুজ পালিয়ে যায়। স্থাণীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার উত্তম কুমার জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ওসি নড়াগাতীর নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক