ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২২
জিাদুল ইসলাম, কালিয়া নড়াইলঃ নড়াইলের কালিয়ায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, নড়াইলের সাবেক সাংসদ এখলাস উদ্দিন আহম্মেদ এর ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
১৯৮৫ সালের আজকের এই দিনে এখলাস উদ্দিন আহম্মেদ ও তার জ্যেষ্ঠপুত্র এহসানুল হক টুনুকে কালিয়ার নবগঙ্গা নদীর তীরে নৃশংস ভাবে হত্যাকরে সন্ত্রাসীরা।
শহীদ এখলাস উদ্দিন আহমেদ ও তার জেষ্ঠ্যপুত্র এহসানুল হক টুনু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিবসটি পালন করেছেন স্থানীয় আওয়ামীলীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এবং ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এখলাস উদ্দিন আহম্মেদ ১৯৭২-১৯৭৫ সাংসদ হিসেবে নড়াইলের প্রতিনিধিত্ব করেছিলেন।
এখলাস উদ্দিন আহম্মেদ এর কনিষ্ঠ পুত্র কবিরুল হক নড়াইল ১ আসনের পরপর তিন বার নির্বাচীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি এ বিষয়ে স্মৃতি চারন করতে গিয়ে বলেন, পূর্ব দিগন্তে তখনও সূর্য উঠেনি। আযানের ধ্বনি কানে ভেসে আসছে। আপনজন সবাই তখনও ঘুমিয়ে। আর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা রক্তাক্ত সন্তানকে বুকে নিয়ে শুয়ে আছেন নবগঙ্গার বালুচরে। “এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান”। বিনম্র শ্রদ্ধা বাবা, তুমি আমাদের গর্ব। ১১জুন ১৯৮৫ দিনটি আমার পরিবার ও আমাদের জন্য অনেক বেদনাদায়ক!
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক