ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, শোক র্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে নূর মোহাম্মদ নগরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক এবং মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এসময় পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধ এসএ মতিনসহ আরো অনেকেই।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জান্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। ২০০৮ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামানুসারে মহিষখোলার নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর রাখা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক