ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় নসিমন দুর্ঘটনায় গরু ব্যবসায়ী সোহেল শেখ (৫০) নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদরের বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান (৪০) সামান্য আহত হয়েছেন।
চালক মাহমুদুল হাসান জানান, তার নসিমনে প্রতিবেশি গরু ব্যবসায়ী সোহেল শেখ খুলনার দিঘলিয়া থেকে গাভী নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ নিহত হন। চালক মাহমুদুল সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর নসিমন এবং গাভী ঘটনাস্থলেই রয়েছে। অপর নসিমনের তেমন কোনো ক্ষতি হয়নি।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক