ঢাকা ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে বাবুল শেখ নামে এক ব্যক্তি গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অভিযুক্তকে হেফাজতে নিয়ে নড়াইল জেলা হাসপাতলে ভর্তি করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামি ধরতে যাবার কথা বলে এক ব্যক্তি চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ঐ ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ঐ ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়।
পরে ইজিবাইল চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ঐ যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক