নড়াইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

নড়াইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই (রবিবার) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাদিরা খাতুন।

 

 

এ সময় জেলা পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ ছাড়া জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে তিনি অবসরজনিত বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এএসআই জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), নড়াইল, মোঃ আল-আমীন, পুলিশ হাসপাতাল, নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ