ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ শেখ (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাটনাতলা ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
ফিরোজ ওই গ্রামের মো. আলমগীর হোসেন শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের ফিরোজ তার বন্ধু জাহিদ ও ছোট ভাই হাসিবকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক মটর পাম্পের সাহায্যে পানি সেচ করে মাছ ধরছিলেন। এসময় ফিরোজ অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক