ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের হ্যাটট্রিকে দারূণ জয় পেল ব্রাজিল। বুধবার সকালে ডি লিমা স্টেডিয়ামে পেরুকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের গোল দুটি করেন আন্দ্রে কারিয়ো ও রেনাতো তাপিয়া। ব্রাজিলের অন্য গোলটি রিশার্লিসনের।
এদিন বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুর ওই গোল শোধ দেন নেইমার জুনিয়র। ওই গোলেই শেষ হয় প্রথমার্ধে।
৫৯ মিনিটের মাথায় আবার তাপিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিক পেরু। এবার পাঁচ মিনিট পরে দলকে সমতায় ফেরান রিচার্লিসন।
এরপর ৮৩ মিনিটে দলকে লিড এনে দেন নেইমার। এবারো পেনাল্টি থেকে গোল করেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে নেইমার পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। দলকে জয় এনে দেন ৪-২ গোলের।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক