ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
সড়ক দুর্ঘটনায় নিহত বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় এসে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক শরিফুল ইসলাম (৫০) বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের জলিল মোল্যার ছেলে।
মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে জানাজা শুরুর মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
জানাজায় অংশগ্রহণকারী ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য শরিফুল ওযু করে আমার পাশে কাতারে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক