ঢাকা ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মারামারিতে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।
সেই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মেরে বসেন। এরপরই রেফারির লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে।
এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। পরে গঞ্জালেজ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আগামী রোববার নিসের বিপক্ষে ম্যাচও খেলতে পারছেন না নেইমার।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক